প্রকাশিত: Wed, Mar 22, 2023 4:20 AM
আপডেট: Tue, Jul 1, 2025 3:11 PM

উখিয়ায় ২ রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

ফরহাদ আমিন: ১৩ নম্বর  ক্যাম্পের জি-৪ ব্লকে মঙ্গলবার দুপুরে  এ ঘটনা ঘটে। এ সময় আরো  দুজন গুলিবিদ্ধ হয়েছেন।  উখিয়া থানার  ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন-  ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ ব্লকের বাসিন্দা বেজা আলীর ছেলে মো. রফিক  ও একই রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের ছেলে মো. রফিক । আহতরা হলেন একই ব্লকের মো. হোসেনের ছেলে মো. ইয়াসিন ও মো. হেসেনের ছেলে নূর আলম। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান- ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বসতঘরে ঢুকে তাদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। নিহতদের  মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্পাদনা : মুরাদ হাসান